শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


সংসদে কওমি মাদরাসার বিরুদ্ধে দেয়া বক্তব্যের সমালোচনা প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদে কওমি মাদরাসা শিক্ষার বিরুদ্ধে দেয়া বক্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কওমি মাদরাসা শিক্ষা সনদের স্বীকৃতি দেয়া নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী তিনি।

সোমবার রাতে জাতীয় সংসদে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। একাদশ জাতীয় সংসদের সমাপনী ভাষণ দেন সংসদ নেত্রী।

গত ৩ মার্চ জাতীয় সংসদে রাষ্ট্রপতির ওপর দেয়া ভাষণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন কওমি মাদরাসা শিক্ষাকে ‘বিষবৃক্ষ’ বলে উল্লেখ করলে সারা দেশে তীব্র প্রতিবাদ হয়।

রাশেদ খান মেননের বক্তব্যের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, কেউ কেউ বলেন, মাদরাসা জঙ্গিবাদ সৃষ্টির কারখানা, এটা সঠিক নয়। হলি আর্টিজানে যে হামলা হলো সেখানে কারা জড়িত? তারা তো কেউ মাদরাসা শিক্ষিত না। সবাই তো উচ্চ শিক্ষিত। তাই মাদরাসা শিক্ষিতদের দোষারোপ করলে হবে না।

কওমি মাদরাসা শিক্ষা সনদের স্বীকৃতি দেয়ার যৌক্তিকতা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমরা কি তাদের ফেলে দেব? তাদের মেধাকে আমরা কেন কাজে লাগাবো না?

প্রধানমন্ত্রী বলেন, কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে সরকারি স্বীকৃতি দেয়া আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল। তারা দেওবন্দের কারিকুলাম অনুসরণ করছে। দেওবন্দ ভারতে স্বীকৃত একটি কারিকুলাম।

এ সময় তিনি দেওবন্দি ধারার প্রশংসা করে বলেন, এই দেওবন্দ কারা? তারা কিন্তু ব্রিটিশবিরোধী আন্দোলন, সিপাহি আন্দোলনের সঙ্গে জড়িত। সুতরাং তাদের স্বীকৃতি দিয়ে কোনো অন্যায় করিনি।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ