শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


অনৈসলামিক পদ্ধতিতে বিয়ের প্রস্তাব দেয়ায় পাত্র-পাত্রী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের একটি বিপণীবিতানে ভরা জনসমাগমে বিয়ের প্রস্তাব দেয়ায় এক জুটিকে গ্রেফতার করা হয়েছে।

গোলাপের পাপড়ি দিয়ে হৃদয় একে তার ভেতর দাঁড়িয়ে একে অপরকে জড়িয়ে ধরে বিয়ের প্রস্তাব দেয়ার ঘটনায় তাদের গ্রেফতার করা হয়। তবে জিজ্ঞাসাবাদ শেষে জামিনে মুক্তি দেয়া হয়েছে ওই জুটিকে।

আটকের পর ইরানি পুলিশ জানায়, তারা এ কাজের মধ্য দিয়ে ইসলামি আইনভঙ্গ করেছে। নারী ও পুরুষের অবাধ মেলামেশা ইরানি ইসলামিক আইনের পরিপন্থী।

মারকাজি প্রদেশের উপপুলিশ কমিশনার মাহমুদ খালাজি ইরানের বার্তা সংস্থা ফারস নিউজকে বলেন, গণদাবির মুখেই ওই জুটিকে গ্রেফতার করা হয়েছিল। শালীনতা ভঙ্গ ও পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করায় মূলত তাদেরকে গ্রেফতার করা হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দেশটির উত্তরাঞ্চলীয় শহর আরাকের ঘটানা ভিডিওতে পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া দেখান সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।

ভিডিওতে দেখা যায়, বিয়ের প্রস্তাবে মেয়েটি হ্যাঁ-সূচক জবাব দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরলে উপস্থিত সবাই উল্লসিত হয়ে তাকে স্বাগত জানাচ্ছেন।

আইএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ