বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


নোংরা পরিবেশ ও মূল্যমান না থাকায় অ্যাপোলোকে লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার অ্যাপোলে হাসপাতালকে ক্যান্টিনে নোংরা পরিবেশ, স্টিকারবিহীন বিদেশি পণ্য ও মূল্যমান না থাকায় ফার্মেসিকে কারণে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৬ মার্চ) দুপুরে এ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মাদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহামনা আক্তার ও রজবী নাহার।

সংশ্লিষ্টরা জানান, অ্যাপোলো হাসপাতালের ক্যান্টিনে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম ভালো থাকলেও ডাস্টবিন খোলা অবস্থায় ছিল। পাশাপাশি স্টিকারবিহীন বিদেশি পণ্য পাওয়া যায়, যা ভোক্তা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

এর আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানেও অনিয়ম পাওয়া গেলে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ