বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫


মাসউদ আজহারের ভাই ও ছেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন জইশে মুহাম্মদের প্রধান মাসুদ আজহারের ভাই ও ছেলেকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার খান আফ্রিদি জানান, দেশটির সরকারি অভিযানে মাসুদ আজহারের ভাই মুফতি আবদুল রউফ ও ছেলে হামাদ আজহারসহ জইশে মুহাম্মদের ৪৪ জন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রসচিব আজম সুলেমান খান বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান অব্যাহত থাকবে। আমরা এমন ধারণা দিতে চাই না যে আমরা শুধু একটি সংস্থার বিরুদ্ধে তৎপর।

পুলওয়ামা হামলার পর ভারতের দেওয়া তালিকায় মুফতি আবদুল রউফ ও হামাদ আজহারের নাম থাকায় তাদের আটক করা হয় বলেও তিনি জানান।

গতকাল সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি আদেশে বলা হয়, নিরাপত্তা পরিষদের ব্যাখ্যা মতে যারা সন্ত্রাসী সাব্যস্ত হবেন এমন যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি যেকোনো সময় বাজেয়াপ্ত করতে পারে পাকিস্তান সরকার।

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনা বহরে এক আত্মঘাতী হামলায় প্রায় অর্ধশত ভারতীয় সেনা নিহত হয়। পরে এ হামলার দায় স্বীকার করে জইশে মুহাম্মদ।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ