মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


মাদরাসায় না পড়েও ৩ বছরে পুরো কুরআন হাতে লিখলেন হুমায়ুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কৌশিক পানাহি: এসএসসি পর্যন্ত পড়ার সুযোগ হয়েছিল তার। এরপর থেকে একটি শো-রুমে কাজ করছেন। ২৮-৩০ বছরের এ তরুণের আর্থিক অসামর্থ্য প্রকট, কিন্তু আছে ইস্পাত কঠিন মনের জোর। আর সেই মনের জোরে মাত্র ৩ বছরে পুরো কুরআন শরিফ হাতে লিখে অনন্য কীর্তি স্থাপন করেছেন।

এই তরুণের নাম হুমায়ুন কবির সুমন। তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বারড়িয়া গ্রামে; বাবার নাম রজব আলী শিকদার। বর্তমানে তিনি ঢাকার গাউছিয়া মার্কেটের একটি শো-রুমের সহকারী ম্যানেজার।

নিজ হাতে লেখা কোরআন শরিফে চমৎকার ক্যালিওগ্রাফিও ব্যবহার করেছেন হুমায়ুনের। হুমায়ুনের স্বপ্ন, ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে বড় হাতের লেখা কোরআনে কারিম লিখে বিশ্ব রেকর্ড করার।

মাদরাসায় না পড়েও পুরো কোরআন হাতে লিখেছেন হুমায়ুন। তিনি জানান, তিনি কোরআন শরিফ লেখা শুরু করেন ২০০৭ সালে; যা শেষ হয় ২০১০ সালে।

তিনি আরও জানান, ১৯৯৯ সালে তার গ্রামের একটি স্কুল থেকে এসএসসি পাস করেন তিনি। সম্পূর্ণ নিজ ইচ্ছায় ও উদ্যোগে আরবি লেখা শিখেছেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ