শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


৩২ বছরে হাতে কুরআন লিখে শেষ করলেন পাকিস্তানি নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাঈল আযহার: পাকিস্তানের গুজরাটে বসবাসরত এক মহিলা কাপড়ে সুইফোড় দিয়ে কুরআন লিখেছেন। তার নাম নাসিমা আক্তার।

পূর্ণ কুরআন লিখতে নাসিমার সময় লেগেছে ৩২ বছর। এখন কুরআনের কপিটি মসজিদে নববির কুরআন প্রদর্শনী স্থানে রাখতে চান নাসিমা।

আজ থেকে ৬ বছর আগে হাতে কুরআন লেখার সময় নাসিমা আক্তার গণমাধ্যমকে জানান, তিনি একাধারে ৩২ বছর অজু অবস্থায় ছিলেন। এখন তার অজু অবস্থায় থাকার অভ্যাস বনে গেছে।

কুরআন শরীফের এই নুসখাটি ১০ জিলদে সমাপ্ত করা হয়েছে। এবং প্রত্যেক জিলদে তিন পারা করে। প্রত্যেক পারায় রয়েছে ১২টি করে পাতা।

নাসিমা আক্তার কুরআনের এই নুসখাটি লেখা শুরু করেন ১৯৮৭ সালে। শুরু করার ৩০ বছর পর ২০১৮ সালে আল্লাহ তায়ালার তাওফিকে তার সাফল্য অর্জন হল।। এখন নাসিমা আক্তারের বয়স ৬৩।

https://www.facebook.com/DailyPakistan.OfficialPage/videos/1906516046082252/?t=13

ডেইলি পাকিস্তান উর্দু থেকে ইসমাঈল আযহারের অনুবাদ।

আইএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ