শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


‘ভুল চিকিৎসার কারণে এরশাদের দুরবস্থা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভুল চিকিৎসার কারণে  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের লিভার ক্ষতিগ্রস্থ ও রক্তের হিমোগ্লাবিন কমে গেছে বলে জানান দলের মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।

আজ (৩ মার্চ) দুপুরে এরশাদের সফরসঙ্গী হিসেবে রংপুরে যান মশিউর রহমান রাঙ্গা। সেখানেই সাংবাদিকদের সাথে আলাপকালে এ অভিযোগ করেন।

মশিউর রহমান রাঙ্গা এরশাদের চিকিৎসা বিষয়ে বলেন, ভুল ডায়াগনোসিসের রিপোর্টে তার ক্যান্সার আছে বলা হয়। সে অনুযায়ী তাকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়। ভুল ওষুধে তিনি আরও অসুস্থ হয়ে যান।

তার লিভার ক্ষতিগ্রস্ত হয়। রক্তে হিমোগ্লোবিন কমে যায়। লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এমনকি তিনি হাঁটা-চলাও করতে পারতেন না।

এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হলে সেখানে ভুল চিকিৎসার বিষয়টি ধরা পরে। সিঙ্গাপুরে চিকিৎসা নেয়ার পর তিনি এখন অনেকটা সুস্থ বলে জানান জাপার মহাসচিব।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ