শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


সেই পাইলটের কাছে যা পাওয়া গেলো...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তানে হামলা চালানোর সময় বিমান ভূপাতিত হওয়ার পর পাকিস্তানের হাতে আটক হয়েছেন ভারতীয় এক পাইলট।

গতকাল বুধবার সকাল পৌনে ৯টার দিকে নিয়ন্ত্রণ রেখার প্রায় ৭ কিলোমিটার ভেতরে উইং কমান্ডার অভিনন্দন আটক হন বলে সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিমান আগুন লেগে মাটি নেমে আসার সময় প্যারাসুট দিয়ে নেমে আসেন তিনিও। এক পর্যায়ে পুকুরে ঝাপ দেন তিনি।

এসময় তার কাছে থাকা কাগজ ও ম্যাপের কিছু তিনি গিলে ফেলার এবং কিছু পানিতে ভিজিয়ে নষ্ট করার চেষ্টা করেন।

পিস্তল উঁচিয়ে গুলিও করার চেষ্টা চালান বৈমানিক। তবে স্থানীয় তরুণরা তাকে আটক করে। এরপর ঘটনাস্থলে পৌঁছে পাকিস্তানের সেনাবাহিনী তাকে ভিমবার এলাকায় সেনা স্থাপনায় নিয়ে যান।

সেখানে আটকে রাখার পর প্রথমে তার রক্তাক্ত এবং কয়েক ঘণ্টার ব্যবধানে তার স্বাভাবিক ভিডিও প্রকাশ করা হয়।

ভারতীয় পাইলটের কাছ থেকে কি কি উদ্ধার করা হয়েছে তার ছবি প্রকাশ করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ