শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


টাকার চুক্তিতে দলীয় মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ বৈধ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি তাজুল ইসলাম জালালী: প্রশ্ন: নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিকের চুক্তিতে কোন দলের মিছিল বা মিটিংয়ে অংশ গ্রহণের শরয়ী বিধান কী?

উওর: তাতে অংশ নেওয়া যাবে। তবে শর্ত হলো, কোন অনৈসলামিক মিছিল না হওয়া চাই এবং তার পারিশ্রমিক
নির্দিষ্ট হওয়া চাই।

সূত্র: ফাতাওয়া হিন্দিয়া:৪/৪৪০.মুঈনুল মুফতি আলা জাওয়াবিল মুস্তাফতি:৫২৪,ফাতাওয়া তাতারখানিয়া:১৫/৭,রদ্দুল মুহতার:৯/৭ ,আদ -দুররুল মুখতার ঃ৯/৭,আল- –ফিকহুল হানাফি ফি সাওবিহিল জাদিদ:৪/৩৪২,আল-ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু:৪/৭৩৬।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ