বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


আটক পাইলটের ভিডিও মুছে ফেলতে ভারতের অনুরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের হাতে আটক পাইলট অভিনন্দনের সংশ্লিষ্ট ১১টি ভিডিও মুছে ফেলতে ইউটিউবের প্রতি অনুরোধ জানিয়েছেন ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নির্দেশনা অনুসরণ করেই তিনি ইউটিউবের প্রতি এ অনুরোধ জানিয়েছেন বলে সরকারের একটি সূত্র জানায়।

সূত্র আরো বলেছে, ইতোমধ্যে আটক পাইলট অভিনন্দনের ভিডিও ইউটিউব থেকে সরিয়ে নেয়া হয়েছে।

এ বিষয়ে ইউটিউবের পরিচালনাকারী প্রতিষ্ঠান গুগলের একজন মুখপাত্র বলেন, কোন কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া বৈধ কোন আবেদন যদি আমাদের নীতির সঙ্গে সংগতিপূর্ণ হয় তবে তা দ্রুত মুছে ফেলা হয়। আমরা এই নীতি মেনে চলি। কোন আধেয় গুগল থেকে মুছে ফেলার জন্য সরকারের কাছ থেকে পাওয়া আবেদনের তথ্য নিয়মিত হালনাগাদ করা হয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ