বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


ট্রাম্পের সঙ্গে বৈঠক: বাবার মতো ট্রেনে চেপে ভিয়েতনাম সফরে কিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয়বারের জন্য সাক্ষাত করতে চলেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পরমাণু শক্তি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হবে। তবে এই সফরের জন্য বিমানে নয়, ট্রেনে চেপে গেলেন কিম।

পিয়ংইয়ং থেকে এদিন শনিবার ট্রেনে চেপেছেন কিম। বৈঠক হবে ২৭ ও ২৮ ফেব্রুয়ারি। তার সঙ্গেই ট্রেনে চেপে গিয়েছেন উত্তর কোরিয়া সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা।

এর আগে গতবছর সিঙ্গাপুরে প্রথমবার সাক্ষাত হয় কিম ও ট্রাম্পের। সেইসময়ে যারা কিমের সঙ্গে ছিলেন, তারাই সঙ্গ দিচ্ছেন এবারও। এ ছাড়া, রয়েছেন কিমের বোন কিম ইয়ো জং। তিনি সিঙ্গাপুরের বৈঠকের সময়ও ছিলেন।

৮ মাস পরে ফের একবার কিম-ট্রাম্প বৈঠক হতে চলেছে। কোরিয়া উপদ্বীপ অঞ্চলকে পরমাণু নিরস্ত্রীকরণের পথে এগিয়ে নিয়ে যেতেই এই বৈঠক। প্রায় আড়াই দিনের সফরে চীনের মধ্যে দিয়ে কিম ট্রেনে চেপে ভিয়েতনামে পৌঁছাবেন। ২৬ তারিখ তার পৌঁছনোর কথা। বৈঠক হবে তার পরের দিন থেকে।

কিমের বাবা কিম জং দ্বিতীয় ও দাদা কিম দ্বিতীয় সুং-ও ট্রেনে চেপে সফর করতে ভালোবাসতেন। সেই পরম্পরাই ধরে রেখেছেন তিনি।

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ