শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


ওয়াহিদ ম্যানশন দিয়েই শুরু হলো রাসায়নিক গুদাম উচ্ছেদ অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চকবাজারের ওয়াহেদ ম্যানশন থেকে রাসায়নিক দ্রব্য সরিয়ে ফেলা হচ্ছে। এরপর পুরান ঢাকার সব রাসায়নিক গুদাম অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।

আজ (২৩ ফেব্রুয়ারি) শনিবার দুপুরে এসব রাসায়নিক অপসারণের কাজ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

অভিযানের সময় মেয়র সাঈদ খোকন জানান, ওয়াহেদ ম্যানশনের মধ্য দিয়ে পুরান ঢাকার রাসায়নিক গুদাম উচ্ছেদ অভিযান শুরু হলো। এখনও যেসব বাড়ির মালিকরা রাসায়নিক গুদাম অপসারণের উদ্যোগ নেননি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, পুরান ঢাকার সব রাসায়নিক গুদাম অপসারণ না হওয়া পর্যন্ত অভিযান চালাবে সরকার। এজন্য এলাকার বাসিন্দাদের সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার রাতে চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে আগুন লাগে। এরপর উদ্ধার কাজ চালাতে গিয়ে শুক্রবার ওয়াহেদ ম্যানশনের বেইজমেন্টে বিপুল রাসায়নিক দ্রব্যের সন্ধান পায় ফায়ার সার্ভিস।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ