বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৮ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
উপজেলা নির্বাচন নিয়ে ইসির নতুন নির্দেশনা ইরান সার্বভৌমত্ব রক্ষা করে পরিস্থিতি সামাল দিতে সক্ষম: চীন বান্দরবানে দুর্গম পাহাড়ে অভিযানে কুকি-চিনের ৯ সদস্য গ্রেফতার আজমিরীগঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটি গঠন উদীচীর কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনী বিব্রত: ডিএমপি অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন নীতিমালা শিগগিরই বাস্তবায়ন : তথ্য প্রতিমন্ত্রী ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করা নিয়ে যা বলছে সৌদি মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে যোগদান করলেন মুফতি মকবুল হোসাইন কাসেমী খুলনায় ইসলামী ছাত্র আন্দোলন নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

‘আল্লাহর নিয়ম অনুযায়ী বাংলা ভাষাকে দেশের সর্বত্র প্রতিষ্ঠা করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, ভাষা হলো মানুষের মনের ভাব প্রকাশ ও বুঝার সর্বোত্তম মাধ্যম। এজন্যই আল্লাহ রাব্বুল আলামীন প্রত্যেক নবী এবং রাসূলকে তার স্বজাতিয় ভাষা দিয়ে সৃষ্টি করেছেন।

সূরায়ে ইবরাহিমের ৪ নং আয়াতে বর্ণিত হয়েছে ‘আমি রাসূলদের তাদের স্বজাতির ভাষাভাষী করেই পাঠিয়েছি, যাতে স্পষ্টভাবে তাদের বোঝাতে পারে’।

ভাষার বৈচিত্র আল্লাহ তায়ালার কুদরত। মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের বুকের রক্ত দিয়েছে এমন জাতি বা গোষ্ঠী পাওয়া দুরূহ। বাংলা ভাষাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য জীবন দিলেও তা আজ রয়ে গেছে উপেক্ষিত। রাষ্ট্রের উল্লেখযোগ্য অনেক ক্ষেত্রে বাংলার ব্যবহার নেই। দিবসটিও পালন করতে হচ্ছে ইংরেজি তারিখে।

ভাষা দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলেও আমাদের দেশের অফিস আদালত ও উচ্চ শিক্ষায় বাংলার ব্যবহার সীমিত। এ দিবসের দাবি হচ্ছে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে বাংলা ভাষার ব্যবহার আবশ্যিক করা।

পৃথিবীর অনেক দেশে রাষ্ট্রীয়ভাবে মাতৃভাষার পূর্ণ প্রচলন আছে। তাই আল্লাহর নিয়ম মেনে বাংলা ভাষাকে সবার উপরে স্থান দিতে হবে। তবেই আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে বাংলা ভাষা প্রাধান্য পাবে।

গতকাল দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার আহবান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অফিস ও সংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ঢাকা মহানগর সহ-সভাপতি হাফেজ সালাহ উদ্দীন, মাওলানা আবু ইউসুফ মুহাম্মদ নাসিরg

সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, মাওলানা ছানা উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামালুদ্দীন ফারুকী, মাওলানা বেলাল হুসাইন প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ