বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ভোট ৩১ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ১২২টি উপজেলায় আগামী ৩১ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ বুধবার নির্বাচন কমিশন (ইসি) হেলালুদ্দীন আহমদ এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ মার্চ, বাছাই ৬ মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ।

এর আগে, প্রথম ধাপে ৮৭ উপজেলায় ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১৮ মার্চ ও তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় ২৪ মার্চ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে তৃতীয় ধাপ থেকে সদর উপজেলাগুলোয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ করা হবে।

এক্ষেত্র তৃতীয় ধাপে সাত উপজেলায় যন্ত্রে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। চতুর্থ ধাপে ১৬ উপজেলায় ইভিএমে ভোট নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ