শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


অজুর পরে কোন অংশ শুকনা দেখলে কী করনীয়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি তাজুল ইসলাম জালালী

প্রশ্ন: অজুর শেষে দেখা গেল কোথাও শুকনা রয়ে গেছে, এ ক্ষেত্রে করনীয় কি?

উত্তর: অজুর মূল অ্ঙ্গ ৪টি- চেহারা, হাত, পা, মাথা। মাথা মাসেহ করা ফরজ। আর বাকী তিন অঙ্গ ধোয়া ফরজ।

এ তিন অঙ্গের কোন একটি স্থান শুকনো থাকলে অজু হবে না। অজুর শেষে প্রবল ধারনা বা কোন উপায়ে জানা গেল যে এই তিন অঙ্গের কোথাও শুকনো রয়ে গেছে, তা হলে শুধু শুকনো জায়গা পানি দিয়ে ধুয়ে নিলেই হবে- নতুন অজু করতে হবে না। সূত্র: ফতোয়ায়ে আলমগিরি-১/৫, আহসানুল ফতোয়া-২/৩১৬

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ