শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

আল্লামা আহমদ শফীর দুআ নিতে হাটহাজারীতে স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে অনুষ্ঠিত দাওয়াত ও তাবলীগের বিশ্ব ইজতেমাকে সুন্দর ও সুচারুরূপে আঞ্জাম দেয়ার জন্য আমি আল্লামা আহমদ শফী হুজুরের কাছে দু'আ চাইতে এসেছি। হুজুর ও বিশেষভাবে দু'আ করেছেন এবং ইজতেমার সার্বিক নিরাপত্তা, তত্ত্বাবধান ও কার্যক্রম সুন্দর এবং নির্বিঘ্নে করার অনুরোধ জানিয়েছেন।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর আল জামিয়াতুল ইসলামিয়া ওবাইদিয়া মাদরাসার বার্ষিক মাহফিলে অংশগ্রহণ করে তিনি হাটহাজারী মাদরাসায় যান এবং আল্লামা আহমদ শফীর সঙ্গে সাক্ষাতের পর এসব কথা বলেন।

বেলা তিনটায় তিনি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করেন। সাথে উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগাড়া আসনের এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস, ডিআইজি রুকনুদ্দিন, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মঈনুদ্দিন রুহি, মাওলানা আনাস মাদানী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আশরাফ আলী নিজামপুরীসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ।

এর আগে তিনি নানুপুর আল জামিয়াতুল ইসলামিয়া ওবাইদিয়া মাদরাসার বার্ষিক মাহফিলে বক্তব্য দেন।

বক্তব্যে তিনি বলেন, কওমি মাদরাসার শিক্ষার্থীরা আল্লাহর উপর বিশ্বাসী। তারা শান্তিপ্রিয়। তারা কখনো অন্যায়ের সঙ্গে জরিত হতে পারে না।

শেখ হাসিনা কওমি মাদরাসার স্বীকৃতি দিয়ে দেশে নজির সৃষ্টি করেছেন মন্তব্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তিলওয়াত করেন। তিনি আল্লাওয়ালা মানুষদের ভালবাসেন।

তিনি আরও বলেন, আমি বিশ্বের অনেক দেশেই সফর করেছি কিন্তু বাংলাদেশের মতো এতো ধর্মপ্রাণ মানুষ মক্কা-মদিনা ছাড়া অন্যকোথাও দেখিনি।

নানুপুরের মরহুম পীর মাওলানা জমিরউদ্দীন নানুপুরী রহ. আল্লাহ ওয়ালা লোক ছিলেন এবং আমি খুব কাছ থেকে তাকে দেখেছি বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা থেকে সকারে ফটিকছড়ি পৌঁছান আসাদুজ্জামান খান কামাল। তারপর তিনি সাবেক সাংসদ মরহুম নুরুল আলম চৌধুরীর কুলখানিতে অংশ নেন।

তিনি ফেরার পথে হাটহাজারী মাদরাসা পরিদর্শন করেন এবং হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে দেখা করেন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ