শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের চ্যালেঞ্জ নিলেন তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড বাস্তবায়নসহ সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নতুনভাবে মন্ত্রিসভা কমিটি গঠন করে দেবেন। এরপর সেটি (সাংবাদিকদের ওয়েজবোর্ড) মন্ত্রিসভা কমিটিতে আলোচনা হবে। সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে আমাদের বৈঠক আছে আগামী ২৩ তারিখ। এরপর অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করে যতদ্রুত সম্ভব ওয়েজবোর্ড বাস্তবায়নের কাজ আমরা করব এবং এটি অনেকদূর পর্যন্ত এগিয়ে গেছে।’

আজ রোববার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে ‘মিট দ্য প্রেস’ এ এসব কথা জানান তিনি।

ডিজিটাল নিরাপত্তা আইন শুধু সাংবাদিকদের জন্য নয়, তা পুরো দেশের মানুষের জন্য বলেও জানিয়েছেন তথ্যমন্ত্রী। এ বিষয়ে সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকবান্ধব।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ