বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


ইসরাইল সফরে গেলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাত বা ইউএই'র পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আন-নাহিয়ান এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইহুদিবাদী ইসরাইল সফর করেছেন।

এ সফরের জন্য গোপনীয়তার তেমন তোয়াক্কা তারা করেন নি এবং আবুধাবি থেকে তেল আবিব সরাসরি বিমানযোগে গেছেন। খবর পার্সটুডের

আবুধাবি থেকে সরাসরি বিমানযোগে তাদের তেল আবিব যাওয়ার খবর প্রথম দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের সংবাদপত্র ইয়েদিয়ত আহরোনোতের সাংবাদিক ইতালি ব্লুমেন্টাল।

তিনি উল্লেখ করেন, জর্দাদের রাজধানী আম্মানে স্পর্শ না করে আবুধাবি থেকে ব্যক্তিগত একটি বিমান সরাসরি তেল আবিবে এসেছে।

ইসরাইলের বিশ্লেষক এদি কোহেন এ খবর পরে নিশ্চিত করেন। তিনি জানান, বিমানটি আবদুল্লাহ এবং ইউএই'র জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাহনুন বিন জায়েদকে বহন করেছে।

তিনি আরো জানান, দুই আরব কর্মকর্তা তেল আবিবের রিজ কার্লটন লাক্সারি হোটেলে অবস্থান করছেন এবং স্থানীয় আরেনা বিপণী কেন্দ্র তাদের কেনাকাটা করতেও দেখা গেছে। এদিকে, সিরিয়ার সরকার বিরোধী নেতা বাসসাম জারাও টুইটার বার্তায় এ সফরের বিষয়টি নিশ্চিত করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র কয়েকটি আরব দেশ সফরের পরই এ ঘটনা ঘটল। ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলসহ কয়েকটি আরব দেশকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এ সফর করেছিলেন তিনি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ