শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


তৃতীয় লিঙ্গের ৮ প্রার্থী মনোনয়ন নিলেন আ.লীগের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনের জন্য গতকাল মঙ্গলবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

প্রথমদিনেই আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপ্রত্যাশীরা আবেদনপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে তৃতীয় লিঙ্গের ৮ জন মনোনয়প্রত্যাশী ফরম তুলেছেন বলে জানা গেছে।

৮ তৃতীয় লিঙ্গের মধ্যে ময়ূরী ও ফাল্গুনি  তৃৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের নেতা। এ দুইজন  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতও করেছেন ইতিপূর্বে।

আবেদনপত্র ফরম সংগ্রহের পর তারা সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদে তৃতীয় লিঙ্গের প্রতিনিধি থাকার প্রয়োজনীয়তা বোধ করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ময়ূরী সাংবাদিকদের বলেন, ‘আমরা এ দেশের নাগরিক। এটা আমাদের অধিকার। সেই দাবিতেই সংসদ সদস্য হতে ফরম কিনেছি।

আমাদের সুখ-দুঃখের কথা এবং আবেদনসর্মূহ শোনার ও বলার কেউ নেই, সে জন্য আমরা  নিজেদের সবকথা সংসদে গিয়ে বলার  সিদ্ধান্ত নিয়েছি।

-আরএইচ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ