মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


ইসরায়েলি হামলায় প্রাণ গেলো ফিলিস্তিনি শিশুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজার বিক্ষোভে ফিলিস্তিনিবাসী অংশগ্রহণ করেছে। এ বিক্ষোভে ইহুদিবদি ইসরায়েলি সেনাদের হামলায় এক শিশু আহত হয়েছিল। আহত শিশুটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শনিবার মৃত্যুবরণ করেছেন বলে জানা যায়।

গত শুক্রবার এ হামলা চালানো হয় বলে জানা যায়, ইসরায়েলি সেনাদের হামলায় ফিলিস্তিনি শিশুর শাহাদাতের ঘটানায় টানা দুইদিন তারা বিক্ষোভ করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কাদেরেহ বলেন, শুক্রবার (১১ই জানুয়ারি) ফিলিস্তিনের গাজা প্রদেশের জাবালিয়া শহরে ইসরায়েল বিরোধী এক বিক্ষোভে ১৪ বছরের শিশু আব্দুর রাউফ ইসমাইল অংশগ্রহণ করেন।

এসময় ইহুদিবদি ইসরায়েলি সেনাদের হামলায় আব্দুর রাউফ ইসমাইলে শরীরে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ এই শিশুটি মৃত্যুবরণ করেছেন।

ফিলিস্তিনিবাসীরা আর্থ ডের ৪২তম বার্ষিকী উপলক্ষে গত বছরের মার্চ মাস থেকে প্রতি শুক্রবার ফিলিস্তিনের সীমান্তে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করে আসছে। এ বিক্ষোভকে পণ্ড করার জন্য ইসরায়েলি সেনারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। ইকনা ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ