বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


১৪ জানুয়ারি কুমিল্লা ইসলাহুল উম্মাহ পরিষদের ইসলাহি মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

কুমিল্লা সদর দক্ষিণের চৌয়ারা এলাকার খিলপাড়া জামে মসজিদে ১৪ জানুয়ারি সোমবার ইসলাহুল উম্মাহ পরিষদের ইসলাহি মজলিস অনুষ্ঠিত হবে।

ইসলাহি মজলিসে আত্মশুদ্ধিমূলক আলোচনা করবেন কুমিল্লা বটগ্রাম মাদরাসার ‍মুহতামিম, কুমিল্লা জেলা কওমি মাদরাসার সভাপতি, পীরে কামেল মাওলানা নূরুল হক।

ইসলাহুল উম্মাহ পরিষদ সম্পর্কে জিজ্ঞেস করলে পরিষদের সহ সভাপতি, কুমিল্লা বাইতুন নুর মাদরাসার মুহতামিম পীরে কামেল আলহাজ্ব মাওলানা মোতাহের বলেন, সুন্নাতে নববি প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে সামাজিক অবক্ষয় রোধে ইসলাহুল উম্মাহ পরিষদ গঠিক হয়েছে।

তিনি আরো বলেন, আমরা প্রতি মাসে সদর দক্ষিণ এলাকার বিভিন্ন  মসজিদের আল্লাহ ভুলা মানুষদের আল্লাহমুখী করার জন্য এ পরিষদ গঠন করেছি। ইনশাআল্লাহ এরই মধ্যে আমরা কয়েকটি আত্মশুদ্ধিমূলক ইসলাহি মজলিস করেছি। আরো করবো।

দীন প্রচারের লক্ষ্যকে সামনে নিয়ে আমাদের কুমিল্লা সদর দক্ষিণের উলামায়ে কেরাম এক প্লাপফর্মে এসে দাঁড়িয়েছেন, ইনশাআল্লাহ এ ইসলাহি মজলিস মানুষের হেদায়াতের উসিলা হবে বলে আমরা মনে করি।

পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা নুরুল হক, সভাপতি মাওলানা আলী আহমদ, সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মোতাহের,  এম হেলালুদ্দীন রাহমানীকে অর্থ সম্পাদক করে এ পরিষদটি গঠিত হয়েছে বলে জানান তিনি।

পরিষদের  অর্থ সম্পাদক এম হেলালুদ্দীন রাহমানী আওয়ার ইসলামকে বলেন, আমাদের এলকায় বেদআতের প্রভাব খুব একটা না থাকলেও আমরা চাই কোনো কুরআন সুন্নাহ বিরুধী কর্মকাণ্ড যেনো আমাদের এলাকায় না হয়। এ জন্যই আমরা এ পরিষদ গঠনের উদ্যোগি নিয়েছি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ