শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


গাজায় ফিলিস্তিনি টিভি অফিসে সশস্ত্র হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজায় ফিলিস্তিনি টিভি স্টেশনে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবারের ওই স্টেশনে ব্যাপক ভাঙচুর করা হলেও, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কর্মকর্তারা জানায়, ‘গাজা উপত্যকায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি টিভি অফিসে সশস্ত্র ব্যক্তিদের হামলারা ঘটনা ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও গাজা অঞ্চলের নেতৃত্বে থাকা হামাসের মধ্যকার উত্তেজনা বৃদ্ধি করতে পারে।’

টিভি অফিসটির পরিচালক রাফাত জানান, শুক্রবার পাঁচজন ব্যক্তি ভাঙচুর করে অফিসে ঢুকে এবং প্রায় দেড় লাখ ডলার সমমূল্যের ক্যামেরা, সম্পাদনা ও সম্প্রচার সরঞ্জামাদি ধ্বংস করে।’

তিনি আরো বলেন, ‘যারাই গাজা নিয়ন্ত্রণ করুক না কেনো, তাদের অবশ্যই সব স্থানের নিরাপত্তা নিশ্চিত করা দরকার।’

হামলার জন্যে হামাসকে দায়ী করেছেন স্টেশন কর্মকর্তারা। ফিলিস্তিনি সম্প্রচার কেন্দ্রের চেয়ারম্যান আহমেদ আসাফ বলেন, ‘হামাস এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।’

ফিলিস্তিনি সম্প্রচার অধিদফতরের (পিবিসি) এক বিবৃতিতেও এ ঘটনার জন্য হামাসকে দায়ী করা হয়। যদিও আসাফ বা পিবিসি কেউই তাদের অভিযোগের পক্ষে কোন প্রমাণ দেখাতে পারেনি।

এই ঘটনার তাৎক্ষনিক নিন্দা জানিয়েছে হামাসও। এক বিবৃতিতে ইয়াদ আল-বোজোম বলেন, ‘যা ঘটেছে আমরা তার নিন্দা জানাই।’

এএফপির সাংবাদিকেরা ঘটনাস্থলে চেয়ার-টেবিলসহ ভিডিও ক্যামেরা ও কম্পিউটারগুলিও ক্ষতিগ্রস্থ অবস্থাতে দেখেছেন।

এই হামলার ঘটনাতে অন্যান্য ফিলিস্তিনি রাজনৈতিক শক্তি ও সাংবাদিকেরা নিন্দা জানিয়েছে। তবে হামলার দিনই ফের টিভি স্টেশনটিতে সম্প্রচার শুরু হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ