শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ফিলিপাইনে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৬৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিপাইনে আকস্মিক বন্যা ও ভূমিধসের ফলে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ১৮ জন।

নিহতদের মধ্যে ৫৭ জনই পূর্বাঞ্চলীয় বিকল অঞ্চলের বাসিন্দা। এর নিকটবর্তী এসন্টার্স ভিসায়াস এলাকায় মারা গেছে বাকি ১১ জন। ওই দুই অঞ্চলে আহত হয়েছেন আরো ১২ জন।

আজ সোমবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা। দুর্যোগ আক্রান্ত এলাকাগুলোতে সরকারি উদ্যোগে চলছে উদ্ধারকাজ।

বিকল বহু অ়ঞ্চলের অসামরিক প্রতিরক্ষা দফতরের প্রধান জানিয়েছেন, এই অঞ্চলের বেশিরভাগ এলাকাই পানির নিচে। উদ্ধারকার্যে অংশ নেয়ার জন্য এখানে সেনাবাহিনী নামানো হয়েছে। পাঠানো হয়েছে রাবার বোটও। কিছু কিছু বাড়িতে বন্যার জল ছুঁয়েছে বাড়ির ছাদও।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন ২২ হাজার বাসিন্দা। স্থানীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মকর্তা জানিয়েছেন, প্রাণহানির পাশাপাশি ঝড়ের প্রভাব পড়েছে কৃষিজমিতেও।

প্রচুর ধান ও ভুট্টা খেত জলের তলায়। বেশ কিছু রাস্তা ও সেতুতেও বন্ধ রয়েছে যান চলাচল। বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বন্দরেও আটকে পড়েছেন অনেকে।

সরকারি পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে বাড়তে পারে পানির স্তর। প্রশাসনিক তৎপরতা সত্ত্বেও দেশটিতে বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যাও বাড়তে পারে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ