শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


থ্রিজি-ফোরজি পাচ্ছেন না গ্রাহকরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনকে ঘিরে বিটিআরসি’র নির্দেশ অনুযায়ী ভোটের আগেরদিন শনিবার রাত থেকে মোবাইল ইন্টারনেটের ফোরজি ও থ্রিজি সেবা বন্ধ করে দেয়া হয়েছিলো। পরে ভোট শেষে রোববার সন্ধ্যায় তা খুলে দেয়া হয় বলে জানানো হয়। তবে ভোটের পরদিনও মোবাইলে থ্রিজি-ফোরজি ইন্টারনেট পাচ্ছেন না বলে জানান গ্রাহকরা।

বেশ কয়েকজন মোবাইল গ্রাহকের সাথে কথা বলে এ অভিযোগ পাওয়া গেছে। গ্রাহকরা বলছেন, কোনো ধরনের নির্দেশনা ছাড়াই ভোটের পরদিনও (সোমবার) বন্ধ করে রাখা হয়েছে থ্রিজি-ফোরজি মোবাইল ইন্টারনেট।

এর আগে বিটিআরসি’র নির্দেশ অনুযায়ী ভোটের আগেরদিন শনিবার রাত থেকে মোবাইল ইন্টারনেটের ফোরজি ও থ্রিজি সেবা বন্ধ করে দেয়া হয়েছিলো। পরে ভোট শেষে রোববার সন্ধ্যায় তা খুলে দেয়া হয়। তবে রোববার মধ্যরাত থেকে আবারো বন্ধ করে দেয়া হয় মোবাইল ইন্টারনেট।

এভাবে নির্দেশনা ছাড়াই মোবাইল ইন্টারনেট বন্ধ রাখায় গ্রাহকদের ভোগান্তি এখন চরমে অভিযোগ করেন তারা। নাম প্রকাশ না করার শর্তে একটি মোবাইল অপারেটরের কর্মকর্তা জানান, বিটিআরসির নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ