বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


সশস্ত্র বাহিনীকে দক্ষতা ও পেশাদারত্ব বজায় রাখার তাগিদ রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সশস্ত্র বাহিনীকে দক্ষতা ও পেশাদারত্ব বজায় রাখার তাগিদ দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মুহাম্মদ আব্দুল হামিদ।

ন্যাশনাল ডিফেন্স কলেজে আজ রোববার সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারীদের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন।

রাষ্ট্রপতি আরো বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবর্তনশীল যুদ্ধ-কৌশল ও তথ্য-প্রযুক্তির বিকাশের দিকেও লক্ষ্য রাখতে হবে। এছাড়া তথ্যপ্রযুক্তি ও এর অপপ্রয়োগের বিষয়েও সেনা কর্মকর্তাদের ধারণা রাখার তাগিদ দেন রাষ্ট্রপতি।

এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্সে সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন ও বিদেশি কর্মকর্তাসহ ৭৬ জন অংশ নেন। আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশ নেন সশস্ত্র বাহিনীর ৩৫ কর্মকর্তা।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ