শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


‘জামায়াতের ২৫ জনের পার্থিতা বাতিলের সুযোগ নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের যে ২৫ জন ধানের শীষ নিয়ে দাঁড়িয়েছেন, তাদের প্রার্থিতা বাতিলের আইনগত কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ রোববার রাতে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে তিনি এ কথা জানান। এর আগে জামায়াতের নেতাদের প্রার্থিতাসহ নানা বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশন।

একাত্তরের যুদ্ধাপরাধী দল হিসেবে নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করলেও তাদের ২৫ নেতা এবারের ভোটে অংশ নিচ্ছেন। এদের মধ্যে ২২ জন বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে এবং বাকি ৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

জামায়াতের নেতাদের প্রার্থিতার সুযোগ নিয়ে সমালোচনার মধ্যে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত রুল জারি করে এ বিষয়ে সিদ্ধান্ত জানতে চান। তারই প্রেক্ষিতে আজ রোববার রাতে এমন সিদ্ধান্ত নিলো নির্বাচন কমিশন।

২৫ আসনে ধানের শীষে মনোনয়নের জামাত নেতারা হলেন-

মাওলানা আব্দুল হাকিম (ঠাকুরগাঁও-২), মোহাম্মদ হানিফ (দিনাজপুর-১), আনোয়ারুল ইসলাম (দিনাজপুর-৬), মনিরুজ্জামান মন্টু (নীলফামারী-২), আজিজুল ইসলাম (নীলফামারী-৩), গোলাম রব্বানী (রংপুর-৫), মাজেদুর রহমান সরকার (গাইবান্ধা-১)।

রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪), ইকবাল হুসেইন (পাবনা-৫), মতিয়ার রহমান (ঝিনাইদহ-৩), সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (কুমিল্লা-১১), এএইচএম হামিদুর রহমান আজাদ (কক্সবাজার-২), আ ন ম শামসুল ইসলাম ( চট্টগ্রাম-১৫)।

আবু সাঈদ মুহাম্মদ শাহাদত হোসাইন (যশোর-২), অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ শেখ (বাগেরহাট-৩), অধ্যাপক আবদুল আলিম (বাগেরহাট-৪)।

মিয়া গোলাম পরওয়ার (খুলনা-৫), আবুল কালাম আযাদ (খুলনা-৬), রবিউল বাশার (সাতক্ষীরা-৩), মুহাদ্দিস আব্দুল খালেক (সাতক্ষীরা-২), গাজী নজরুল ইসলাম (সাতক্ষীরা-৪)।

শামীম সাঈদী (পিরোজপুর-১), মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী (সিলেট-৫), মাওলানা হাবিবুর রহমান (সিলেট-৬) ও ডা. শফিকুর রহমান (ঢাকা-১৫)।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ