শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

‘জুলুমের বিরুদ্ধে ছাত্রসমাজকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্র জমিয়ত বাংলাদেশ কর্তৃক ‘মুক্তিযুদ্ধে বিজয়ের তাৎপর্য শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৬ ডিসেম্বর) বিজয় দিবস রোববার বিকেলে ছাত্র জমিয়ত বাংলাদেশ কর্তৃক অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মাওলানা গোলাম মাওলা, ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা ইমরানুল বারী সিরাজী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এম সাইফুর রহমান ও পরিচালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুজাইফ ইবনে ওমর৷ শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাহাদী হাসান ৷ শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র জমিয়তের তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজ শাহিদ হাতিমী৷

আলোচনা সভায় বক্তারা বলেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই৷ মজলুমের পক্ষে স্বাধীকারের দাবী আদায়ের জন্য ৷ কিন্তু বর্তমানের এই চরম সময়ে মানুষের স্বাধীনতা বলতে কিছুই নেই৷ এ দেশ যেন আবার ও জুলুমের অভয়ারন্য হিসাবে পরিণত হয়ে গেছে৷

আজ মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না৷ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারছে না৷ দুর্নীতি লুটপাট হামলা মামলার ভয় দেখানো হয়৷ হত্যা খুন গুম পেশিশক্তির বিরুদ্ধে কথা বললে নানান অজুহাতে কিংবা গ্রেপ্তার করে বাকস্বাধীনতা হরণ করা হচ্ছে৷ এহেন পরিস্থিতিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে নিজেকে নির্মাণ করতে হবে৷ এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় গ্রহন করতে হবে ৷

ছাত্র জমিয়ত বাংলাদেশেৱ কেন্দ্রীয় কার্যালয়ে সূচিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি এখলাসুর রহমান রিয়াদ, যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ খান, সাংগঠনিক সম্পাদক আহমাদুল হক উমামা।

ঢাকা মহানগর সহ-সভাপতি মুহাম্মদ উল্লাহ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক রেদওয়ান মাজহারি, দপ্তর সম্পাদক কাউছার আহমেদ, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান ইয়ামিন, মাদরাসা বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ, ঢাকা মহানগর প্রচার সম্পাদক নুর আহমাদ সবুজ প্রমুখ৷

সভাপতির বক্তব্যে এম সাইফুর রহমান বলেন, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতায যুদ্ধে উলামায়ে কেরামের অবদান অনস্বীকার্য৷ দেশের সর্বস্তরের ছাত্র সমাজকে আবারো স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে সকল জুলুমের অবসান ঘটাতে হবে৷ আমরা আদর্শের সাথে আকাবিরদের দেখানো পথে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে পারলে ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হব৷

তিনি আরো বলেন সকল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সর্বপ্রথম ছাত্রসমাজই প্রতিবাদ প্রতিরোধ গণআন্দোলন গড়ে তোলে ৷ তারই আলোকে আজকের এ বিজয় দিবসে ছাত্র জমিয়ত বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মী সকল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শপথ গ্রহণ করেছে৷

ছাত্রসমাজ যখনই বিজয়ের চেতনায় উজ্জীবিত হয় তখনই জালিমশাহীর পতন ঘটে৷ আশাকরি বাংলাদেশের সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে আমরণ স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে৷

এদিকে আলোচনা সভা শেষে দলের কেন্দ্রীয় কার্যালয় পল্টন সিটির সামন থেকে এক বিজয় ৱ্যালি বের করা হয়৷ ঢাকা মহানগর ছাত্র জমিয়তের উদ্দোগে অনুষ্ঠিত বিজয় র‌্যালীটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বায়তুল মোকাররম উত্তর গেইটে (পল্টন মোড়ে) সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিজয় র‌্যালী সমাপ্তি ঘোষণা করেন নেতৃবৃন্দ৷

নির্বাচন হবে কিনা তা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে: কামাল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ