শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


আজ শহিদ বুদ্ধিজীবী দিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শহিদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশের ইতিহাসে এক বেদনাময় দিন। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর আল-বদর, আল-শামস বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করাই ছিল বর্বরোচিত এ হত্যাকাণ্ডের মূল লক্ষ্য।

তাদের এ ভয়ানক হত্যাযজ্ঞের নীল নকশা বাস্তবায়নে পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরকে বেছে নেয়। এদেশের শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিকসহ দেশপ্রেমিক পেশাজীবীদের বাড়ি থেকে তুলে নেয়া হয়। এরপর চরম নির্যাতনের পর তাদের হত্যা করা হয়।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মুহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। তারা তাদের স্মরণে মোহাম্মদপুর শহিদ বুদ্ধিজীবীভূমিতে যান। এছাড়া দিনটি পালন উপলক্ষ্যে দিনভর নানা কর্মসূচি ঘোষণা করা হয়।

নির্বাচনে থাকবে ৫ লাখ আনসার: মহাপরিচালক


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ