শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


কারজাভির গ্রেপ্তাতারি পরোয়ানা তুলে নিলো ইন্টারপোল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

মিসরের প্রখ্যাত আলেম, ইসলামি চিন্তাবিদ ইউসুফ আল-কারজাভির ওপর থেকে গ্রেফতারি পরোয়ানা তুলে নিয়েছে আন্তর্জাতিক পুলিশ সংগঠন ইন্টারপোল।

ইউসূফ অাল কারজাভির অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সূত্র মতে জানা যায়, ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকা থেকে তার নাম বাদ দেয়া হয়েছে।

সূত্র মতে জানা যায়, দোহাভিত্তিক ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স এর প্রধান ইউসূফ আল কারজাবি। গত ৩০ নভেম্বর ইন্টারপোল কারজাভির ব্যাপারে জারি করা রেড নোটিস প্রত্যাহার করেছে। ইরাক ও মিসর সরকারের জারি করা গ্রেফতারি পরোয়ানাও তুলে নিয়েছে।

উল্লেখ্য, মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির অন্যতম সমালোচক হলেন ইউসুফ আল-কারজাভি। ২০১৩ সালের অভ্যুত্থানে নেতৃত্ব দেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী সিসি। অভ্যুত্থানে মুরসি সরকারের পতন হলে কায়রোর অনুরোধে মুসলিম বাদ্রারহুডের অনেক নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইন্টারপোল।

সূত্র: আনাদলু এজেন্সি

নির্বাচনে থাকবে ৫ লাখ আনসার: মহাপরিচালক


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ