শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বিএনপির ভাইস চেয়ারম্যানের গাড়িতে হামলা, লঞ্চ ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির ভাইস চেয়ারম্যান ও ভোলা-৩ আসনের দলীয় মনোনীত প্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ছাড়া লঞ্চের কেবিন ভাঙচুরেরও অভিযোগ উঠেছে।

আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে এই হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যানের, নেতাকর্মীদের নিয়ে আমি নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছিলাম। কিন্তু সদরঘাট পৌঁছার আগেই যুবলীগ, ছাত্রলীগের প্রায় সাত শতাধিক সন্ত্রাসী ঘাট দখল করে ফেলে। টার্মিনালে রাখা আমার গাড়িসহ নেতাকর্মীদের ওপর তারা হামলা করে।

আমরা এমভি তাসরিফ-৪ লঞ্চে ওঠার চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ যাত্রীদের ওপর হামলা করা হয়। লঞ্চের একাধিক কেবিনে ব্যাপক ভাঙচুর করা হয়।

মেজর হাফিজ বলেন,  আওয়ামী লীগের সন্ত্রাসীরা একপর্যায়ে লঞ্চে উঠে সুকানিকে (চালক) দিয়ে মাঝ নদীতে জাহাজটি নিয়ে যায়। সন্ত্রাসী হামলার মুখোমুখি হয়ে আমি নেতাকর্মীদের নিয়ে ঢাকায় ফিরে আসি।

চার নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চায় না আওয়ামী লীগ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ