শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরে একটি চায়ের দোকানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করায় ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ আল মামুনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত হয় আরো একজন।

মঙ্গলবার রাত ৮টার দিকে ফরিদপুরের সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গিতে এ ঘটনা ঘটে।

জানা যায়, সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গি এলাকার একটি চায়ের দোকানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এর বিছুক্ষণ পর প্রতিপক্ষের কয়েকজন সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে নর্থচ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. ইউসুফ আল মামুনকে পিটিয়ে জখম করে।

আহতাবস্থায় মামুনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ৭ নম্বর ওর্য়াড আওয়ামী লীগ সভাপতি লালন ফকির আহত হন। আহত লালন ফকিরকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তারা ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে।

মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় মুয়াজ্জিন নিহত

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ