শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ভোলায় বিএনপির প্রার্থীর বাড়িতে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলা-৪ আসনের বিএনপির প্রার্থী সাবেক এমপি নাজিমউদ্দিন আলমে বাড়িতে হামলা করেছে সন্ত্রাসীরা। রোববার রাত ৮র দিকে দুইবার হামলা করা হয়।

নাজিমউদ্দিন আলম অভিযোগ ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা এ হামলা চালিয়েছে।

এ হামলার বিষয়ে জানতে চাইলে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহম্মেদ শুভ্র জানান, এটা বিএনপির অভ্যন্তরীণ ঘটনা।

তবে চরফ্যাশন থানার ওসি এনামুল হক বলেন, হামলার খবর পেয়ে দ্রুত ওই বাড়িতে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। রোববার নাজিমউদ্দিন আলম ঢাকা থেকে ভোলায় আসেন। এমন খবরে শরীফ পাড়াস্থ তার বাড়ির পাশে ওয়ার্ড আওয়ামী লীগ অফিস থেকে নেতাকর্মীরা প্রথম হামলা চালায়।

দ্বিতীয় দফায় ৩০-৪০টি মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা হামলা চালিয়ে বাড়ির গ্লাস এবং আসবাপত্র ভাংচুর করে।

অপরদিকে বিএনপির মনোনয়নপত্র জমাদানকারী অপর প্রার্থী নূরুল ইসলাম নয়নের মনোনয়ন প্রত্যাহারের পর তার নির্বাচন পরিচালনাকারী সাবেক ছাত্রদল সভাপতি শহিদুল আলম প্রিন্স সংবাদ সম্মেলনে নাজিমউদ্দিন আলমকে চরফ্যাশনে অবাঞ্ছিত ঘোষণা করেন।

স্থানীয়রা জনান, নাজিমউদ্দিন আলমের বাড়িতে হামলা এটা নির্বাচনী সহিংসতা।

এএ


সম্পর্কিত খবর