শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


খেলাফত মজলিসের দলীয় প্রতীকে ১০, জোটে ২ পার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের ১০ জন দলীয় প্রতীকে ও ২ জন জোটের যৌথ প্রার্থী হিসেবে লড়বেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ টি আসনে খেলাফত মজলিসের দলীয় প্রতীক ‘দেওয়াল ঘড়ি’ নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন- মাওলানা সৈয়দ মজিবর রহমান (টাঙ্গাইল-৭), মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন( সুনামগঞ্জ-৫), মুহাম্মদ মুনতাছির আলী (সিলেট-২)।

হাফেজ মাওলানা নোমান মাযহারী (কুমিল্লা-৭), আলহাজ্ব মোঃ দিলওয়ার হোসাইন (সিলেট-৩), মাওলানা মুফতি শিহাবুদ্দীন (চট্টগ্রাম-৫), অধ্যাপক মোঃ তৌহিদুর রহমান মন্ডল রাজু (রংপুর-৩), অধ্যাপক রুহুল আমিন কামাল (বরিশাল-৪)। হাফেজ মোঃ কবির হোসেন (নারায়নগঞ্জ-৫) ও মাওলানা আবদুল আলী আরমান (নোয়াখালী-৪)।

এ ছাড়া দলীয় সিদ্ধান্ত অনুযায়ী খেলাফত মজলিসের প্রার্থী- ড. আহমদ আবদুল কাদের (হবিগঞ্জ- ৪) ও মাওলানা আবদুল বাসিত আজাদ ( হবিগঞ্জ-২)- ২০ দলীয় জোটের যৌথ প্রার্থী হিসেবে জোটের শীর্ষ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে খেলাফত মজলিসের যে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন তারা হলেন- মাওলানা এস এম সাখাওয়াত হোসাইন (খুলনা-৪), মাওলানা আহমদ বিলাল (মৌলভীবাজার-৩)।

মাওলানা আবু সাইয়েদ (কুড়িগ্রাম-৪), মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার(ঢাকা-১৮) ও এডভোকেট মুহাম্মদ রফিকুল ইসলাম (ময়মনসিংহ-১)।

একক প্রার্থীতে নৌকা ও ধানের শীষকে ছাড়িয়ে হাতপাখা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ