শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ইসিতে আজ ৩০০ আসনের প্রার্থী তালিকা পাঠাবে আ. লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ’ আসনে দল ও মহাজোটের প্রার্থী তালিকা আজ ইসিতে পাঠাবে আওয়ামী লীগ।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সই করা তালিকাটি নিয়ে এইচটি ইমামের নেতৃত্বে নির্বাচন কমিশনে যাবে একটি প্রতিনিধি দল।

দলটি ইতোমধ্যেই ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। নিজেদের জন্য ২৪০ আসন রেখে বাকি ৬০ আসন শরিকদের মধ্যে ভাগ করে দিয়েছে। এর মধ্যে ৪২ টি পেয়েছে জাতীয় পার্টি।

শরীক অন্য দলগুলোর মধ্যে ওয়ার্কার্স পার্টিকে পাঁচটি আসন দেয়া হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু)-কে দেয়া হয়েছে তিনটি ও জাসদ (আম্বিয়া)-কে একটি আসন, জাতীয় পার্টির (জেপি মঞ্জু) দুটি, তরিকত ফেডারেশন দুটি আসন পেয়েছে।

শেষ সময়ে দলটিতে যুক্ত হওয়া বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট পেয়েছে তিনটি আসন।

নায়ক ফারুকই ঢাকা-১৭ আসনের আ. লীগের চূড়ান্ত প্রার্থী

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ