বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৮ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
উপজেলা নির্বাচন নিয়ে ইসির নতুন নির্দেশনা ইরান সার্বভৌমত্ব রক্ষা করে পরিস্থিতি সামাল দিতে সক্ষম: চীন বান্দরবানে দুর্গম পাহাড়ে অভিযানে কুকি-চিনের ৯ সদস্য গ্রেফতার আজমিরীগঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটি গঠন উদীচীর কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনী বিব্রত: ডিএমপি অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন নীতিমালা শিগগিরই বাস্তবায়ন : তথ্য প্রতিমন্ত্রী ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করা নিয়ে যা বলছে সৌদি মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে যোগদান করলেন মুফতি মকবুল হোসাইন কাসেমী খুলনায় ইসলামী ছাত্র আন্দোলন নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

‘প্রতিটি মানুষকে চার গুণে গুনান্বিত হতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরামুল হক: আল জামিয়া আল ইসলামিয়া (জমিরিয়া কাসেমুল উলুম) পটিয়ার মুহতামিম আল্লামা শাহ আলী আহমদ বোয়ালভি রহ. এর নিজ বাড়ীতে প্রতিষ্ঠিত ‘শায়খ আলী আহমদ বোয়ালভি ইসলামিক সেন্টার’ এর বার্ষিক সভা মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়।

গতকাল ৩০ শে নভেম্বর জুমাবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আল্লামা শাহ আলী আহমদ বোয়ালভী রহ. এর ছেলে শায়খ আলী আহমদ বোয়ালভি ইসলামিক সেন্টারের পরিচালক মাওলানা মুফতি হাফেজ নুরুল্লাহ মুহাম্মদ আমিন।

শায়খ আলী আহমদ বোয়ালভি ইসলামিক সেন্টারের সাবেক ছাত্র মাওলানা হাফেজ কাসেমের সঞ্চালনায় বিশেষ অতিথির আলোচনায় কক্সবাজারের চকরিয়া বরইতলি ফয়জুল উলুম মাদরাসার সাবেক মুহাদ্দিস, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির খলিফা মাওলানা মোম্তফা বিন নুরী বলেন ‘আল্লাহর ওলীর দরবার বিমুখী মুসলমান কখনো মুমিন মুসলমান হতে পারে না।

তিনি বলেন উম্মতকে সটিত পথের সন্ধানলাভের শিক্ষা দেয়ার জন্য যুগে যুগে আল্লাহ তায়ালা নবি রাসুল পাঠিয়েছিলেন। তেমনি নবি রাসুলের দরজা বন্ধ হওয়ার পর যুগে যুগে আল্লাহর খাস বান্দাদের দ্বারা নবী ওয়ালা কাজ সম্পাদন করেন।

হাদিসে আছে ওলামায়ে কেরাম নবিগণের ওয়ারিস যুগশ্রেষ্ট বিদগ্ধ বুজুর্গ কুতবে যমান পীরে কামেল আল্লামা শাহ আলী আহমদ বোয়ালভি রহ. এর মতো পথপ্রদর্শক নেই বলে আজ আমরা পথভ্রষ্ট।

তিনি আরো বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম বলেন খাটি আল্লাহর ওলী হিসেবে পরিচিতি লাভ করার জন্য প্রতিটি মানুষকে চার গুণে গুনান্বিত হবে

১. আমনতের হেফাজত করতে হবে, ২. সর্বদা সত্য বলতে হবে, ৩. উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, ৪. হালাল উপার্জন করতে হবে। তাহলে আমরা নিজেকে মুমিন হিসেবে দাবি করতে পারবো, শেষ রাতে আল্লাহর দরবারে দু'হাত তুলে কান্নাকাটি করতে হবে। তাহলেই যুগে যুগে আল্লামা শাহ আলী আহমদ বোয়ালভী রহ. এর মতো পথপ্রদর্শক জন্ম হবে।

সভায় বাঁশখালী মনকিরচর এমদাদুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আবু বকর, জামিয়া আরবিয়া মোজাহেরুল উলুম মাদরাসার মুহাদ্দিস, শাহমীরপুর তাজবীদুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা কারী নুরুল্লাহ, চট্টগ্রাম জামিয়া দারুল মা'আরিফ আল ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনসারী।

চন্দনাইশ কানাইমাদারী ইসলামিয়া মাদরাসার নির্বাহী পরিচালক, আল্লামা শাহ আলী আহমদ বোয়ালভী সাহেবের রহ. খলিফা মাওলানা শাহ সিরাজুল ইসলাম, লোহাগাড়া পদুয়া হেমায়তুল ইসলাম মাদরাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা কারী ইছহাক।

পটিয়া খরনা ইসলামিয়া মাদরামার পরিচালক মাওলানা মোস্তাক আহমদ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের দপ্তর সম্পাদক মাওলানা সৈয়দুল হক সহ স্থানীয় ওলামায়ে কেরাম, তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ