শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


মন্ত্রীদের বেতন ও ভ্রমণ ব্যয় বন্ধে শ্রীলংকার পর্লামেন্টে বিল পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলংকার পার্লামেন্টে মন্ত্রীদের বেতন ও ভ্রমণ ব্যয় বন্ধে একটি প্রস্তাব পাস করা হয়েছে। গত মাসে বিক্রমাসিংহের বরখাস্তের পর প্রেসিডেন্টের মনোনীত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সমর্থকদের মধ্যে এ নিয়ে তীব্র উত্তেজনা শুরু হয়েছে।

আজ শুক্রবার শ্রীলংকার পার্লামেন্টে বিরোধীদলের সমর্থকদের ভোটে প্রস্তাবটি পাস হয়েছে। পার্লামেন্টে ২২৫ সদস্যের মধ্যে ১২২ জন্য এ ভোট দিয়েছেন। তবে প্রধানমন্ত্রী সমর্থকরা এর আগেই ভোট বর্জন করেছিলেন।

পার্লামেন্টের স্পিকার কেরু জয়সুরিয়া এ প্রস্তাবের পক্ষে বক্তব্য দিয়ে বলেন, মন্ত্রীদের খরচ কমাতে এই প্রস্তাব পাস করা হয়েছে। এখন তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের বিষয়টি অবহিত করবেন।

রাজাপাকসের সমর্থকরা বলছেন, পার্লামেন্টের এ ভোট অবৈধ। তারা স্পিকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।

গত মাসে রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার পর পৃথিবীর কোনো দেশ এখনো শ্রীলংকার নতুন এ সরকারকে স্বীকৃতি দেয়নি।
প্রেসিডেন্ট সিরিসেনার এ সিদ্ধান্তকে দেশটির বিভিন্ন মহল একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে দাবি করেছে।

এসএস


সম্পর্কিত খবর