শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ঐক্যফ্রন্ট নির্বাচন এক মাস পেছানোর দাবিতে অনড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এক মাস পেছানোর দাবিতে এখনও অনড় রয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

ভোটগ্রহণের তারিখ সাতদিন পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণকেও ষড়যন্ত্র হিসেবেই দেখছে তারা। দাবি মানা নাহলে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করবে এই জোট।

আজ সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন জেএসডি সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব।

তিনি বলেন, সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবেই নির্বাচন বানচালের জন্য ভোটগ্রহণের দিন ৩০ ডিসেম্বর করেছে। ৩০ ডিসেম্বরের একদিন পরেই ইংরেজি নববর্ষ। বাইরের দেশগুলো নববর্ষে উৎসব করে।

এসব ফেলে কোনো দেশের কূটনীতিক এমনকি বিদেশি নির্বাচন পর্যবেক্ষক বাংলাদেশে আসতে চাইবেন না। সরকারের ইশারায় উদ্দেশ্যপ্রণোদিত হয়ে নির্বাচন কমিশন এই তারিখ দিয়েছে। তারা চাই না, এদেশে কোনো নির্বাচন হোক।

নির্বাচন একমাস পেছানোর দাবিতে ঐক্যফ্রন্ট অনড় রয়েছে মন্তব্য করে আ স ম রব বলেন, আমরা আমাদের দাবিতে অনড় রয়েছি। নির্বাচন এক মাস পেছাতে হবে। এই দাবি মানা না হলে কাল (মঙ্গলবার) বৈঠক করে কর্মসূচি ঘোষণা করা হবে।

সোমবার সকালে নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর করার ঘোষণা দেন সিইসি কে এম নূরুল হুদা।

নির্বাচনের বাইরে থাকছেন ড. কামাল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ