শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


সাভার চামড়া শিল্পনগরীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাভার চামড়া শিল্পনগরীর উদ্বোধন করেন শেখ হাসিনা।

তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নে নানা প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাশাপাশি চলছে বিনিয়োগ বাড়ানোর কাজ।

শিল্প কারখানার বর্জ্যে পরিবেশের দূষণ ঠেকাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দিয়েছেন এ বিষয়ে সতর্ক ও সচেতন থাকার নির্দেশনা। আগামীতে ক্ষমতায় এলে, উত্তরবঙ্গে একটি চামড়া শিল্পনগরী গড়ে তোলা হবে বলেও জানান তিনি। দুপুরে সাভারের চামড়া শিল্পনগরী উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

হাজারীবাগসহ দেশের সব ট্যানারিকে এক জায়গায় আনতে ২০০৩ সালে আসে সাভারে চামড়া শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ। লক্ষ্য আধুনিক সিইটিপি স্থাপনসহ পরিবেশ-বান্ধন উৎপাদন নিশ্চিত করা। প্রায় এক হাজার কোটি টাকার এ প্রকল্পে কর্মসংস্থান হচ্ছে এক লাখ মানুষের।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাভার চামড়া শিল্পনগরীর উদ্বোধন করেন শেখ হাসিনা। বলেন, দেশের সার্বিক উন্নয়নে নানা প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাশাপাশি চলছে বিনিয়োগ বাড়ানোর কাজ।

এছাড়া, মুন্সিগঞ্জে এপিআই শিল্পপার্ক ও সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্কের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী। জানান, দেশের অর্থনীতি কৃষিপ্রধান হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জোরি দিয়েছিলেন শিল্পায়নেও। সেদিকটি বিবেচনায় রেখেই কাজ করছে সরকার।

এ সময় ভিডিও কনফারেন্সে সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ ও সাভারের তৃণমূলের খোঁজ খবরও নেন সরকার প্রধান।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ