শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


‘জানুয়ারিতে বিশ্ব ইজতেমা নির্বাচন পেছানো সম্ভব নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, জানুয়ারিতে বিশ্ব ইজতেমা রয়েছে, সেখানে আইনশৃঙ্খলাবাহিনী কাজ করবে। তাই নির্বাচন পেছানো সম্ভব নয়।

তিনি বলেন, নির্বাচন পেছানোর আবেদন করেছে একটি জোট বা দল, একটি জোট বা দলের দাবির পরিপ্রেক্ষিতে তফসিল পেছানো যায় না।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে এক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আগামী নির্বাচনে সীমিত পরিসরে ইভিএম ব্যবহার করা হবে বলেও জানান নূরুল হুদা।

তিনি আরও বলেন, বিশ্ব ইজতেমা রয়েছে জানুয়ারি মাসে। ১৫-২৬ জানুয়ারি দুই দফায় ইজতেমা হবে। তখন সেখানে সারা দেশ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনকে নিয়োগ করতে হয়। তাই এর মধ্যে নির্বাচন করা সম্ভব হবে না।

-আরআর


সম্পর্কিত খবর