বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


কর্মক্ষেত্রে নেকাব নিষিদ্ধ করলো আলজেরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার কর্তৃপক্ষ দেশটিতে কর্মক্ষেত্রে নেকাব নিষিদ্ধ করে আইন জারি করেছে।

বৃহস্পতিবার এ নির্দেশ জারি করার সময় কর্তৃপক্ষ জানায়, শনাক্তকরণের কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর আল-আরাবিয়ার

১৯৯২ সালে সেনাসমর্থিত একটি সরকার নির্বাচন বাতিল করে, যেখানে একটি ইসলামি দলের জয়ী হওয়ার ব্যাপক সম্ভাবনা ছিল। এরপরই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হলে ইসলাম নিয়ে আলজেরীয়দের মধ্যে মতভেদ দেখা দেয়।

আলজেরিয়ার অধিকাংশ নারীই নেকাব পরেন না কিন্তু সরকারের এমন সিদ্ধান্তে সমালোচনা করবে দেশটির সংখ্যালঘু মুসলিমরা।

‘কর্মচারীদের কর্তব্য ও সরকারি কর্মকর্তাদের পোশাক রীতি’ শিরোনামে একটি বিবৃতিতে সরকার বলেছে, কর্মক্ষেত্রে নারীদের নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া বাধ্যতামূলক।

বিবৃতিতে পোশাকের ব্যাপারে কঠোর কিছু নিয়ম উল্লেখ করা হয়েছে। এছাড়া কাজে বাধা সৃষ্টি করে এমন যে কোনো পোশাক সরকারি কর্মক্ষেত্রে না পরতে বলা হয়েছে।

তবে সরকারের এমন সিদ্ধান্তে দেশটিতে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছেন নেকাব কীভাবে নারীদের কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে।

এর আগে আলজেরিয়ার সরকার পরীক্ষার সময় নারী শিক্ষার্থীদের স্কার্ফ পরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। যুক্তি হিসেবে বলা হয়, স্কার্ফের সুযোগ নিয়ে কেউ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করতে পারে।

আরো পড়ুন- আলেমদের ‘মাওলানা বলে ডাকা কি শিরক?

সিলেটের আলেম জনতা মেয়র সাংসদ, জলে ভেজা সবার চোখ

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ