শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


নবীজির রওজা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  হজরত মুহাম্মদ সা. এর রওজা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতে তিনি রওজা শরীফ জিয়ারত করেন এবং মসজিদে নববীতে এশার নামাজ আদায় করেন।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চার দিনের সফরে গত মঙ্গলবার (১৬ অক্টোবর) রিয়াদে গেছেন প্রধানমন্ত্রী।

বুধবার তার সঙ্গে বাদশাহ সালমানের বৈঠক হয়। সেখানে দু’দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্টবিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা।

মাদরাসা শিক্ষকদের বেতন; সুখ দুঃখের ঘর সংসার

প্রধানমন্ত্রী বুধবার রাতে মসজিদে নববীতে এশার নামাজ আদায় করেন। তিনি দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং পুরো মুসলিম উম্মাহ্‌’র জন্য দোয়া করেন।

এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে তিনি মদীনায় পৌঁছান। তিনি মদিনায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে চ্যানসেরি ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

আজই তিনি মদিনা থেকে জেদ্দায় যাবেন। বৃহস্পতিবার রাতে ওমরাহ পালনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। শুক্রবার প্রধানমন্ত্রী দেশের উদ্দেশে রওনা দেবেন।

আরো পড়ুন- ভারতের ভিএইচপি ও বজরং দল জঙ্গি সংগঠন; জমিয়ত ধর্মীয় সংগঠন: সিআইএ

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ