শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ইসি থেকে মাহবুব তালুকদারের পদত্যাগ করা উচিত: ১৪ দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মাহবুব তালুকদার সাংবিধানিক পদে থেকে অসাংবিধানিক কথা বলায় তার দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত।

বুধবার (১৭ অক্টোবর) ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ধানমন্ডির কার্যালয়ে এ বৈঠক নাসিম বলেন, মাহবুব তালুকদার সাংবিধানিক পদে রয়েছেন। তার গোপনীয় বিষয় নিয়ে প্রকাশ্য কথা বলা সংবিধান পরিপন্থী। এমন হলে তার পদত্যাগ করা উচিত।

ড. জাফরুল্লাহ সম্পর্কে তিনি বলেন, সেনাবাহিনীর মধ্যে বিভক্তি সৃষ্টি করার অভিপ্রায়ে সেনাপ্রধান সম্পর্কে এ ধরনের বক্তব্য দিয়েছেন জাফরুল্লাহ। নির্বাচনকে বানচাল করার জন্য যারা ষড়যন্ত্র করছেন, তাদের মধ্যে জাফরুল্লাহ চৌধুরী একজন।

১৪ দলের পক্ষ থেকে জাফরুল্লাহ চৌধুরীকে বিচারের আওতায় আনার দাবিও জানান মোহাম্মদ নাসিম।

মহাজোটকে বড় করার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। স্বাধীনতার স্বপক্ষের শক্তি যদি চায় আমাদের সাথে আসতে তাহলে যুক্ত হতে পারে।

হঠাৎ আমেরিকা যাচ্ছেন ইসি মাহবুব তালুকদার

-আরআর


সম্পর্কিত খবর