বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে পল্টনে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে আজ রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়া হবে।

এ উপলক্ষে সকাল থেকে জাতীয় মসজিদ বায়তুল মুকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

গত ৫ অক্টোবর সোহরাওয়ার্দীতে মহাসমাবেশ থেকে ঘোষিত ১০ দফা দাবি দ্রুত আদায় না হলে এ কর্মসূচি দিয়েছিল দলটি।

এরই মধ্যে গত শুক্রবার বিক্ষোভ ও রোববার জেলা জেলায় প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখানে ‍সুষ্ঠু নির্বাচনের দাবিতে ১০ দফার যৌক্তিকতা তুলে ধরা হয়।

Image may contain: 16 people, crowd and outdoor

জানা যায়, রাষ্ট্রপতি বরবার স্মারকলিপি দেয়াকে কেন্দ্র করে বায়তুল মোকাররমে সকাল ৯ টার পর থেকেই গণজমায়েত হতে থাকে। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন সেখানে।

উল্লেখ্য, কিছুক্ষণ পর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এতে উপস্থিত হবেন এবং তার নেতৃত্বে স্মারকলিপি প্রদান করবে দলটি।

জেলা প্রশাসকদের দেয়া ইসলামী আন্দোলনের স্মারকলিপিতে যা আছে

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ