শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ইসির সভা ফের বর্জন করলেন মাহবুব তালুকদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশনারদের কমিশন সভা চলাকালে ফের ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে সভা বর্জন করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে সোমবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা শুরু হয়।

জানা যায়, কমিশনার মাহবুব তালুকদার সভা শুরুর ৭ মিনিট পর ‘নোট অব ডিসেন্ট’ প্রদান করে বের হয়ে যান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে ইসির প্রস্তুতি বিষয়ে এ সভা আহ্বান করা হয়েছে। সভায় হিজড়া জনগোষ্ঠীকে ভোটার তালিকায় আলাদা লিঙ্গ হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টিও আলোচনা হবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের গত অাগষ্টের সভাও কমিশনার মাহবুব তালুকদার বর্জন করেছিলেন।

জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বাতিলের দাবি করে কমিশনার মাহবুব তালুকদার ওই সভা বর্জন করেছিলেন।

ইভিএমের বিরোধিতা করে সভা বয়কট মাহবুব তালুকদারের

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ