শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


চট্টগ্রামে পাহাড় ধসে মা-মেয়েসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনিতে পাহাড় ধসে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। এছাড়া, রহমান নগরে দেয়াল ধসে নিহত হয়েছেন আরও একজন। গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে।

গত রাতে বেশ কয়েক ঘণ্টা মুসলধারে বৃষ্টির পর ফিরোজ শাহ কলোনি এলাকায় পাহাড় ধস হয়। এসময় মাটিচাপায় নুরজাহান ও তার আড়াই বছরের মেয়ের মৃত্যু হয়। নিহত আরেকজন হলেন বিবি জোহরা। এছাড়া নগরীর রহমান নগরে দেয়াল ধসে নুরুন্নবী নামে আরও একজন মারা গেছেন।

সকালে নিহতদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে পৌঁছাতে তাদের বেশ বেগ পেতে হয়েছে।

অভিযোগ রয়েছে, স্থানীয় জনপ্রতিনিধিরা পাহাড়ে বাস করার ভাড়া আদায় করেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তারা।

জেলা প্রশাসক জানালেন, বৃষ্টির পর পাহাড় ধসের আশঙ্কা নিয়ে মাইকিং করা হয়েছে। কিন্তু তারা সরেনি। নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার করে টাকা দেয়ার ঘোষণা দেন তিনি। চট্টগ্রাম মহানগরীর ৩০টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে কয়েক লাখ মানুষের বসবাস।

আরো পড়ুন-
এবার ৫ সৌদি যুবরাজ গুম, নেপথ্যে কী?
ঐক্য প্রক্রিয়া নিয়ে মাহী-মান্নার ফোনালাপ ফাঁস
আমি রাজনীতি করি না, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না: আল্লামা শফী
পদ্মা সেতুর কাজ আমি প্রথম শুরু করেছিলাম : প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ