শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


হাদিস গবেষণাতেই সাহারানপুর মাদরাসার ঐতিহ্য ধরে রেখেছে: সাইফুল্লাহ রাহমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সারা বিশ্বব্যাপী হাদিসের ধারক-বাহক হিসেবে কাজ করছে হাদিস গবেষণাগারগুলো। আকাবিরদের কষ্ট মুজাহাদার মধ্য দিয়ে গড়ে তোলা একটি হাদিস গবেষণাগার ভারতের মাজাহেরে উলূম সাহারানপুর মাদরাসার উলূমে হাদিস বা উচ্চতর হাদিস গবেষণা বিভাগ।

এ মাদরাসার ইতিহাস ঐতিহ্য ধরে রেখেছে এ হাদিস গবেষণা বিভাগটি। কথাগুলো বলছিলেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ভারতের প্রসিদ্ধ আলেমে দ্বীন ও ফকিহ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এর মুখপাত্র মাওলানা খালেদ সাইফুল্লাহ রাহমানী।

আজ মঙ্গলবার সাহারানপুর মাদরাসায় একটি সেমিনারে বক্তব্যকালে তিনি এ কথাগুলো বলেছন।

মাদরাসার শিক্ষাসচিব মাওলানা শহিদ হোসেনি সেমিনারে উপস্থিত সবার সামনে মাদরাসার উলূমে হাদিস ও আদব বিভাগের পরশোনার পদ্ধতি পাঠদার পরিকল্পনা ও ছাত্রদের বাস্তবমুখি জ্ঞান আহরণের সুব্যস্থার কথা বলেন।

মাওলানা রাহমানী মাদরাসা পরিদর্শনকালে কিতাব বিভাগের ব্যাপারে বলেন, বর্তমানে বিজ্ঞানের যুগে ছাত্রদের বিজ্ঞান বিষয়ে জ্ঞান আহরণ করা দরকার।

এমন এমন কিতাব রাখা দরকার যেগুলো পড়ে বর্তমান বিশ্বের গ্লোবালাইজেশনের বিষয়গুলো সম্পর্কেও মাদরাসার ছাত্ররা জ্ঞান অর্জন করতে পারে।

মাওলানা খালেদ সাইফুল্লাহর বক্তব্যকালে সেখানে উপস্থিত ছিলেন, মাওলানা ইমতিয়াজ কাসেমি, মাওলানা নওশাদ নদভি, মাওলানা মাকসুদ আহমদ মুরতাজা মুফতি মুহাম্মদ সালেহ, মুফতি মুহাম্মদ তাহির মুফতি মকসুদ, মাওলানা আবদুল খালিদ কাসমি, মুফতি শোয়েব আহমেদ প্রমুখ।

সূত্র: বাসিরাত নিউজ

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

‘স্বাধীনতার পর আ’লীগের সবচে বড় কাজ সংসদে কওমি সনদের বিল পাশ’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ