বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


অনলাইন নিউজ পোর্টাল ইসলাম টাইমসের যাত্রা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘সত্যের সঙ্গে সময়’ শ্লোগানে আজ থেকে যাত্রা শুরু করছে ইসলামি ধারার নতুন অনলাইন পোর্টাল ‘ইসলাম টাইমস টোয়েন্টিফোর ডটকম’। পোর্টালটি দেশ, জাতি, ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে নিরন্তর কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন সম্পাদক শরীফ মুহাম্মদ।

আজ (৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, ইসলাম টাইমস একদল চিন্তাশীল আলেমের দীর্ঘদিনের স্বপ্নের ফসল। আল হামদুলিল্লাহ! আজ (৯ অক্টোবর) মধ্যরাত থেকে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে যাত্রা শুরু করবে। আল্লাহ সহায় হলে ইসলাম টাইমস মিডিয়া জগতে ইতিবাচক ধারার সৃষ্টি করবে। সেই লক্ষ্য পূরণে আমরা সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।

এর আগে ৭ অক্টোবর রোববার এক দোয়া অনুষ্ঠানের মাধ্যমে ইসলাম টাইমস টোয়েন্টিফোর ডটকমের বেটা ভার্সান উদ্বোধন করেন দেশের উচ্চতর ইসলামি গবেষণাকেন্দ্র মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া, ঢাকা-এর মহাপরিচালক ও মাসিক আল কাউসার সম্পাদক মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ।

অনুষ্ঠানে তিনি বলেন, যারা ইতোমধ্যে ইন্টারনেটে সংযুক্ত হয়েছেন এবং যাদের আমরা বলেও ফেরাতে পারবো না তারা যেন ভালো কিছু পায় সেজন্য ইসলাম টাইমসের এই উদ্যোগকে আমরা সমর্থন করি। ইন্টারনেটে যারা সংযুক্ত অনেকেই ভালো কিছু, উপকারী জিনিস খোঁজেন কিন্তু পর্যাপ্ত উপাদান পান না। আশা করি, তাদের জন্য ইসলাম টাইমস ভালো কিছু উপহার দিতে পারবে।’

তিনি আরও বলেন, ‘প্রত্যাশা করি, ইসলাম টাইমস একটি পূর্ণাঙ্গ মিডিয়া ইনিস্টিটিউট হিসেবে গড়ে উঠুক। যেন এখানে প্রশিক্ষণ গ্রহণ করে, এখানে কাজ করে একদল যোগ্য মিডিয়াকর্মী তৈরি হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। তারা সময়ের চাহিদা পূরণ করে মিডিয়ার মাধ্যমে ইসলাম, দেশ ও মানুষের সেবা করবে। মাওলানা শরীফ মুহাম্মদ একজন যোগ্য মানুষ। তাকে কেন্দ্র করে এ সুন্দর উদ্যোগ সফল হবে বলে আমি আশাবাদী।’

আলহাজ্জ মাসউদুল হাসান বলেন, ‘আমি মনে করি এমন একটি কাজ আরও আগ থেকে হওয়া দরকার ছিলো। আল হামদুলিল্লাহ! একটু দেরি হলেও শুরু হয়েছে। এ প্রতিষ্ঠান কেন্দ্র করে দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দেয়া সম্ভব হবে বলে আমি আশা রাখি। ইনশাআল্লাহ আমরা এর পাশে থাকবো।’

দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুফতি মুহাম্মাদ ইয়াহইয়া, মাওলানা নুরুল্লাহ হুসাইন, আলহাজ্জ আসেম হুসাইন, আলহাজ্জ সাইফুল হক, আলহাজ্জ আবদুস সবুর খানসহ ফেইথ মিডিয়া কর্পোরেশনের কর্মকর্তারা।

ইসলামের ১১তম খলিফা দাবি করে গ্রেফতার পাকিস্তানি (ভিডিও)

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ