শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ১০ কর্মকর্তাকে তলব করেছে দুদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ কয়েকজন পদস্থ কর্মকর্তার বিরুদ্ধে অযোগ্য ব্যক্তি ও ভুয়া প্রতিষ্ঠানকে জামানতবিহীন বিপুল অঙ্কের টাকা  ঋণ দেয়ার অভিযোগ উঠেছে।  অনুসন্ধানের জন্য ব্যাংকটির ১০ কর্মকর্তাকে তলব করেছে দুদক।

কওমি সমালোচনার জবাব

গতকাল রোববার দুদকের সহকারী পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধানের স্বাক্ষর করা চিঠিতে তাদেরতলব করা হয়। ১০ জনের মধ্যে পাঁচজনকে ১৭ অক্টোবর ও বাকি পাঁচজনকে ১৯ অক্টোবর সকালে দুদকে হাজির হতে বলা হয়েছে।

১৭ অক্টোবর যে পাঁচ কর্মকর্তাদের ডাকা হয়েছে তারা হলেন- ব্যাংকটির সাবেক জিএম ড. নাজমুল বারী, মো. , সাবেক কনসালট্যান্ট খন্দকার মাহমুদুল হাসান, বর্তমান ডিজিএম মো. সোলায়মান আলী, খলিলুর রহমান চৌধুরী, এএমএম জিয়াউল হক।

অন্যদিকে ১৯ অক্টোবর যে পাঁচ কর্মকর্তাকে  ডাকা হয়েছে তারা হলেন- ব্যাংকের প্রধান কার্যালয়ের বর্তমান এসপিও প্রকৌশলী এসএম সিরাজুল ইসলাম, শ্যামল কুমার দাশ, এজিএম সৈয়দ মো. নজরুল ইসলাম ও ডিএমডি মিসেস দীনা আহসান, ডিএমডি মোহাম্মদ দিলওয়ার হোসেন ভুইয়া।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরো পড়ুন-
সম্ভাবনার স্বীকৃতি বনাম শঙ্কার ভবিষ্যৎ
আল্লামা শফিকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট; শালিসে ক্ষমা প্রার্থনা
‘মুফতি ইজহার হেফাজতের কেউ নন, তার দাবি পাগলের প্রলাপ’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ