শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ইন্টারপোল থেকে পদত্যাগ করেছেন মেং হংওয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত সপ্তায় নিখোঁজ হয়েছিলেন আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রেসিডেন্ট মেং হংওয়ে। তবে রোববার চীন স্বীকার করেছে তারা মেংকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে।

আর এ খবরের সঙ্গে সঙ্গে ইন্টারপোল জানায় মেং হংওয়ে সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছেন।

ইন্টারপোল জানিয়েছে, মেং হংওয়ের স্থলে সংস্থার ভাইস-প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ার নাগরিক কিম জং ইয়াং নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

আগামী ১৮-২১ নভেম্বর সংস্থার ৮৭তম সাধারণ অধিবেশনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের কথা রয়েছে।

মেং হংওয়ে ২০১৬ সালের নভেম্বরে ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি চীনা নাগরিক। রাষ্ট্রীয় আইন ভঙ্গের কারণে মেং হংওয়েইকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বেইজিং।

গত ২৫ সেপ্টেম্বরের পর থেকে মেংয়ের সঙ্গে তার পরিবারে কোনো যোগাযোগ নেই বলে জানিয়েছেন তার স্ত্রী।

গুম হয়ে গেলেন ইন্টারপোল প্রধান

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ