বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি

মাওলানা আহলুল্লাহ ওয়াছেল ছিলেন মুফতী আমিনী রহ.’র যবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা আহলুল্লাহ ওয়াছেল রহ.-এর রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ইসলামী ঐক্যজোট।

আজ রোববার বাদ আসর লালবাগ শাহী মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠি হয়। দোয়া পরিচালনা করেন লালবাগ মাদরাসার শাইখুল হাদীস মাওলানা আব্দুল হাই।

দোয়া মাহফিল শেষে লালবাগস্থ কার্যালয়ে মরহুমের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিমউদ্দিন, যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা শেখ লোকমান হোসাইন, মাওলানা আবুল কাশেম, সহকারী মহাসচিব মাওলানা জুনায়েদ গুলজার, মাওলানা আলতাফ হোসাইন, দফতর সম্পাদক মাওলানা রিয়াজতুল্লাহ, ক্বারী নাসিরউদ্দিন, মাওলানা আনছারুল হক ইমরান, মাওলানা কাজী আজিজুল হক, মাওলানা আল আমিন মামুন, মাওলানা আব্দুল গাফ্ফার, মাওলানা শামসুদ্দীন, মাওলানা আল আমিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মরহুম মাওলানা আহলুল্লাহ ওয়াছেল মুফতী আমিনী রহ.-এর যবান ছিলেন। আমিনী রহ. যা বলতেন মাওলানা ওয়াছেলের কলমে তা লিপিবদ্ধ হয়ে উম্মাহর কানে পৌঁছে যেতো।

তিনি বিনয়ী ও বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তাঁর গুণের কথা আলোচনা করে শেষ করা যাবে না।

আমরা কখনো তাকে রাগ করতে দেখিনি। কখনো কেউ রাগান্বিত স্বরে কথা বললে তিনি হাসি মুখে কৌশলী জবাব দিতেন। মাওলানা ওয়াছেলের ইন্তেকালে আমরা একজন ভাল সঙ্গী হারিয়েছি। ছাত্ররা হারিয়েছে একজন ভাল শিক্ষক। ইসলামী ঐক্যজোট হারালো একজন নিবেদিতপ্রাণ নেতা।

বক্তারা বলেন, ইসলামী আন্দোলন-সংগ্রামের বিকাশ ও অনুশীলন এবং ইসলামী তৎপরতা মিডিয়ায় তুলে ধরার ক্ষেত্রে মাওলানা আহলুল্লাহ ওয়াছেল রহ.-এর প্রতিভা, ভাষা জ্ঞান, নীতিনিষ্ঠা ও ত্যাগ স্বীকারের মানসিকতা এবং তাঁর অনুসৃত নীতি ও কর্মপন্থা সকলের জন্যে অনুসরণীয়।

বক্তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মুফতি ইজহার হেফাজতের কেউ নন, তার দাবি পাগলের প্রলাপ: হেফাজত

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ